মন তো মানে না মনেরই মানা
বুঝি না মন কী যে চায়
এই তো এই আমি আমাতে নেই আমি
জানি না চলেছি কোথায়।।
ও ও ও ভাসা ভাসা কিছু আশা।
দূর থেকে ভেসে আসা ঝড়ো হাওয়া
গায়ে এসে লাগছে
মন ময়ূরী পাখা মেলাছে।।
ও ও ও কিছু জানা কিছু শোনা।
লাগে যেন চেনা চেনা ক্ষতি কিবা
আরো কাছে আসলে
নীল সাগরে তরী ভাসালে।।