হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দু’জন
পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন

তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন

মানছি সবই মেঘেরই দোষ
মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ
কে বেশি আপন

চাঁদে গ্রহন কখন ঘটে
কেউ রাখে না খোঁজ
মনের গ্রহন ভাবায় কাঁদায়
সকাল দুপুর রোজ ।।

মানছি সবই জেগে হৃদয়
বলতে পারো আমি না মেঘ
কে বেশি আপন

চাঁদের উপর পরলে ছায়া,
ছায়া সরে যায়
পরলে মনে ছায়ার আড়াল,
মনটা যে কাঁদায় ।।

মানছি সবই মেঘেরই দোষ
মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ
কে বেশি আপন ।।

Leave a Comment