ময়ুর আকাশ মুঠো মুঠো তাঁরা।
দুটো চোখ দেয় যে পাহারা
শুধু পাতার আওয়াজ কৃষ্ণচূড়া

তুমি আসবে ভেবে
জোনাকীরা জ্বলে নিভে
প্রহরের পরে শুধু প্রহর ফুরায় (ও ও ও…)।।

ভেজা চোখের জলে
শিশিরের হীরে জ্বলে
লাগে না তো সুর বাতাসে তানপুরা (ও ও ও…)।।

Leave a Comment