যতই বল না কেন সব ভুলে গেছ তুমি
আর ভালবাসনা যে আমায়
আমার সীমানা ছেড়ে দূরে যাবে যাও
দেখবে রয়েছি আমি সে ছায়ায় ।।
বড় কৃত্রিম ছিল এই আমাকে ভোলার অভিনয়
বুঝেছি জানতে চেয়েছো নতুন করে
কতখানি ভালবাসি তোমায় ।।

কীভাবে গড়বে তুমি আধারে প্রাচীর
ভেবে ভেবে তুমি আস্থির
প্রহরী হয়ে আমি খুঁজবো তোমায়
প্রয়োজনে সব গুলো কড়ায়
বড় কৃত্রিম ছিল এই আমাকে ভোলার অভিনয়
বুঝেছি জানতে চেয়েছো নতুন করে
কতখানি ভালবাসি তোমায় ।।

কীভাবে বলে তুমি
তুমি যে দু’দিনের
ভেবে তোমার রাতে ঘুম নেই ।।
তোমারই প্রতিটি ছলা
যতটা জানি
তার বেশি কারো জানা নয়
বড় কৃত্রিম ছিল এই আমাকে ভোলার অভিনয়
বুঝেছি জানতে চেয়েছো নতুন করে
কতখানি ভালবাসি তোমায় ।।

যতই বল না কেন সব ভুলে গেছ তুমি
আর ভালবাসনা যে আমায়
আমার সীমানা ছেড়ে দূরে যাবে যাও
দেখবে রয়েছি আমি সে ছায়ায় ।।
বড় কৃত্রিম ছিল এই আমাকে ভোলার অভিনয়
বুঝেছি জানতে চেয়েছো নতুন করে
কতখানি ভালবাসি তোমায় ।।

Leave a Comment