যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু।।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু।।
আজকে আপন মানের ভরে
থাক্ সে বসে গদির ‘পরে–
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু।।
Music Lyrics Collection
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু।।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু।।
আজকে আপন মানের ভরে
থাক্ সে বসে গদির ‘পরে–
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু।।