আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ ।
যৌবন কালে দাদী বউ পাইলাম না। (২) (লিরিক্স) (lyrics)
অ দাদি আমি চিন্তায় বুঝি আর বাঁচলাম নাহ।
যৌবন কালে দাদী বউ পাইলাম না।
আজ আশিন মাসে, যেমন দাদিগো গাংজে ধান ক্ষেতে গারতেছে ।
আমার যৌবন দাদি মারবেল খেলাইতেছে । (২)
অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ
যৌবন কালে দাদী বউ পাইলাম না।

সোনা বউ গো অ অ অ অ অ (লিরিক্স) (lyrics)
সারা রাত্রি, থাকলা বুগলে, আউ করলে নাহ মনের গৌরবে।
রঙ বিরঙ্গের বউ আমার গো ।
অরে, কোন মএন শতিনে, দিছে বুদ্ধি, ধইরে ধইরে আমায় মারে গো ।
রঙ বিরঙ্গের বউ আমার গো ।
আইয চুনু দিমু, পাউডার দিমু, দিমু লিবিস্টিক কিনা গো ।
রঙ বিরঙ্গের বউ আমার গো ।
আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ ।
যৌবন কালে দাদী বউ পাইলাম না।
অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ
যৌবন কালে দাদী বউ পাইলাম না।

জামালপুরে আইসা দেখি ধানের বাজার চরা,
জামালপুরে চেংরিগুলা ডেকের উপর খারা,
যেদিনকা ধানের বাজার যাই ভাইগো ডিল,
জামালপুরে চেংরিগুলা হুকটি পারে নিল,
হে আহরে বাহরে বন্ধি শিহর বন্ধি গাছ,
হে মায়ার জালে পুরুষ বন্ধি ঝালে বন্ধি মাছ,
হে আহর তিতে বাহর তিতে তিরে নিমের পাত,
হে তাহার চাইতে বেশি তিতে তিন শতিনের ভাত,
হে বড় শতিন আন্দে ভাড়ে ছোট শতিন খায়,
হে মাজলা শতিন গাল ফুলেছে নাঊর যেতে চায়,
হে আমার বাড়ি যাইও বন্ধু বসতে দিব ফিরা,
হে ওরকি ধানের মুড়ি দিব শাঙ্গকি ধানের চিরা,
হে ধনি কান্দি ধনির লাগি গরিবের কান্দি হিয়া,
যুবক নারি কান্দিতাছে নিরবের লাগিয়া,
হে মাছের মধ্যে খাইতে ভালো ইলসে মাছের জুল,
হে নারির মধ্যে দেখতে ভালো কালো ছেডির মুখ,
হে কালো ছেরির মুখো যেমন টলোর মলোর কর,
হে আষাঢ মাসের জুয়ার ঝড়ি বিনে ডাকে পরে আমি ,
কিচ্ছা গান করি ই ই ই ই ।
আমি কিচ্ছা গান করি ।
বাড়ি আমার মাদার গঞ্জে ভাই থাকি মোল্লা বাড়ি ,
আমি ,
কিচ্ছা গান করি ই ই ই ই ।
আমি কিচ্ছা গান করি ।
বাড়ি আমার মাদার গঞ্জে ভাই থাকি মোল্লা বাড়ি ,
আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ ।
যৌবন কালে দাদী বউ পাইলাম না। (২)
অ দাদি আমি চিন্তায় বুঝি আর বাঁচলাম নাহ।
যৌবন কালে দাদী বউ পাইলাম না।

Leave a Comment