রাখী….. ও রাখী
রাখী ও আমার লক্ষীসোনা রাখী
তুই আমার অবুঝ মনের সবুজ টিয়াপাখি
তোরে ছাড়া একলা ঘরে কেমন করে থাকি।।
চোরাকাটা কাজল রাঙা তোর দুটি চোখে
আমার নয়ন দুটি শুধু চেয়ে চেয়ে থাকে।
তুই আমার জীবন মরণ চিরদিনের সাথী।।
থাকিস যদি আমার পাশে কত ভাল লাগে
তোর হাতের পরশ পেলে আরো ভাল লাগে।
শুনে যা তুই কিছু কথা যা ছিল বাকী।।