Ridoyer Punorbashon – Ayub Bachchu

হৃদয়ের পুনর্বাসন
Lyrics: Bappi Khan
Album: Koshto
Singer: Ayub Bachchu
Year: 1995

এখন আমি যখন তখন কাদতে পারি
ক্ষত বিক্ষত এই হৃদয়ের পুনর্বাসন চাইতে পারি

সুখের কান্না আত্মতৃপ্তি
অনল জ্বালায় দুখ
দুঃখ আমার নিত্য নিয়ত
কদাচিৎ পাই আমি সুখ
এখন আমি যখন তখন কাদতে পারি

সুখের কান্না কাঁদার মত
সুযোগ মেলেনি কভু
উত্তাপে ভেজা দুঃখের বন্যা
বুকের আড়ালে শুধু
এখন আমি যখন তখন কাদতে পারি

Leave a Comment