আঞ্চলিক গান
অনিল হাজারিকা
অঞ্চল ঝিনাইদহ বাংলাদেশ।
————-_————-

ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো।।
খাজুর গাছে চোমর বারইছে
তোরে আনে দেবো।।
সন্দে নস ঝাড়ে আনে জাও নান্দে খাবো বউ ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো।

ঠুঙি আনে দে দড়া আনে দে
বালিধারা খান কৈ?
ঠিলের গলাই কানাছ লাগা বেলা গেলো ঐ।।

বালি চুঙো আগে আনে দে দাও ধারাবো।
বউ ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো।

কাঁচিপূড়া পিটে বানায়ে তাত নসদে ভিজেবা
বিহানে সহালে থাল ভরে তাই আমারে দিবা।।

নদি বসে সেই পিটে মজা করে খাবো বউ
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো।

গুড় নিয়ে হাটে যায়ে বেচে কেনবো মাছ
খাজুর গাছের চাষ করা আমার হলো কাজ।।

রস গুড় পাটালি বেচে গয়না গড়ে দেবো বউ
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাবো।।।

 

 

Leave a Comment