আমার দুঃখের কথা শোনার মতো
একটা মানুষ নাই
আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই
মানুষ খুঁজিয়া বেড়াই
আমার দুঃখের কথা শোনার মতো
একটা মানুষ নাই
আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই
মানুষ খুঁজিয়া বেড়াই
জানি না কী ভেবে সঙ্গী হইলো না তো কেউ
সঙ্গী শুধু হইলো আমার লোনা জলের ঢেউ
জানি না কী ভেবে সঙ্গী হইলো না তো কেউ
সঙ্গী শুধু হইলো আমার লোনা জলের ঢেউ
আমি এ বেদনা কাহার কাছে
বলো গো জানাই
মানুষ খুঁজিয়া বেড়াই
আমার দুঃখের কথা শোনার মতো
একটা মানুষ নাই
আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই
মানুষ খুঁজিয়া বেড়াই
আমার জীবন-বৃক্ষে ফুটলো না রে ফুল
জন্ম আমার আজন্ম পাপ, সবই যেন ভুল
আমার জীবন-বৃক্ষে ফুটলো না রে ফুল
জন্ম আমার আজন্ম পাপ, সবই যেন ভুল
ওরে এ জীবনে বাজিলো না
মিলন-সানাই
মানুষ খুঁজিয়া বেড়াই
আমার দুঃখের কথা শোনার মতো
একটা মানুষ নাই
আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই
মানুষ খুঁজিয়া বেড়াই
আমার দুঃখের কথা শোনার মতো
একটা মানুষ নাই
আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই
মানুষ খুঁজিয়া বেড়াই
মানুষ খুঁজিয়া বেড়াই