মন রাখো পাজরে সীমাহীন আদরে
চোখ রাখো গভীরে ভালোবাসা নজরে ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো সারা জনম দরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।
চোখেরই জোছনা দিয়ে সরাও যত আধার
ভাসিয়ে দূরের মেঘে নিয়ে যাও ইচ্ছে তোমার ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।
বুকেরই ছাউনি দিয়ে রাখবো মনের ভেতর
যেও না দূরে চলে কাদিয়ে আমায় অঝর ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।

Leave a Comment