অভাবের এই শহরে
দামী গাড়িতে চড়ে
কত রমণী যে ঘুরে (2)

তাই আমি সানগ্লাস পরে
কালারফুল দুনিয়া করে
ঘুরি, ফিরি এই শহরে
এই শহরে…

অল্প টাকার ফাপরে
জমিদারি কাপড়ে
জানি আমি পাবোনা তোমাকে এভাবে

অল্প টাকার ফাপরে
প্রেমটা তুমি না করে
কাছে এসে দিয়ে যাও আমায়
তোমার মনটা …কে (2)

দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে তোমার খোঁজে
তোমার মনটাকে …(2)

গুলাবি, সারাবী আমার মনের শেহজাদী
আমার রূপে পাগল তুমি, পাগল তুমি
আমিতো তোমারি প্রেমে পড়তে রাজি
শুধুই তোমার হতে রাজি, হতে রাজি

তাই বলে এই ফাপরে
জমিদারি কাপড়ে
টেনে নিয়েও পাবেনা আমাকে এভাবে
অল্প টাকার ফাপরে, প্রেমটা তুমি না করে
কাছে এসে দিয়ে যাও আমায়
তোমার মনটা কে…(2)

Leave a Comment