কেউ তোমাকে
ভিষন ভালোবাসুক,
তুমি আর শুধু তুমি ছাড়া
অন্য কিছু না বুঝুক।
কেউ তোমার কোলে মাথা রেখে
ভিষন হাসুক,
তুমি একটু দূরে গেলে
লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক।
তুমি তো চেয়েছিলে
ঠিক এমনই একজন,
দেখো না আমি পুরোটাই
তোমার ইচ্ছে মতন।
তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল,
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখো এক আকাশ স্বপ্নিল।
তুমি হেসে উড়ে বেড়াও
আমায় ভীষণ ভালো লাগাও।।
নদী পাড়ে, নীল আকাশ
দক্ষিনা হাওয়ার সূর্য ডোবা,
নিয়ে কেটে যায় আমাদের
কত বিকাল,
দূরে গেলে অভিমান
চোখে জল এত মায়া তোমার,
আমাকে বারে বার
জিজ্ঞেস করে তুমি আসবে কি কাল ?
এ টুকু চাওয়ার মায়ায়
ডুবি সবশেষে,
এভাবে আমায় গড়ি
তোমার অভ্যেসে, হো..
তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল,
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখো এক আকাশ স্বপ্নিল।
হয়তোবা – অর্থহীন হয়তোবা আমার লেখা, কোনো এক গানের মতই জোছনা ঘেরা কোনো, নিঝুম এক রাতে আসবে তুমি আমার কাছে, বলবে আমায় হেসে সবকিছুই হয়ে গেছে, দেখো আগের হয়তো বা আমার লেখা, কবিতাটা তুমি পড়না আর, ঘুম যখন আসে না চোখ বুজে কল্পনাতে, মেঘের সাথে আর পুরনো দিনের মত, ভেসে…
আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না আমার হাতে তুমি ভাঙ্গো গড়েছিলাম যা আমার কথাই তুমি বলো, কেমনে হলো তা? আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? শোনো মহাজন, আমি নয় তো এক জন…
কতদিন কেটে গেলো তোমায় না দেখে কতরাত পার হলো তোমায় পাশে না পেয়ে.. মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম কতো ভালোবাসি তোমাকে। যেদিকে তাকাই সেদিকে দেখি তোমার সেই প্রতিচ্ছবি.. মনে পড়ে যায় যে বৃষ্টিতে প্রথম ভালোবাসেছিলাম তোমায়। আধারে ঘেরা আমার এই দুনিয়ায় আলো দিয়ে ভরে দিলে তুমি.. ঘোলাটে মেঘলা…