অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।
অমৃত ভবন কোথা আছে তাহা কে জানে।।
হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে
একি শোভা!
অমৃতময় দেবতা সতত
বিরাজে এই মন্দিরে
এই সুধানিকেতনে।।
Music Lyrics Collection
অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।
অমৃত ভবন কোথা আছে তাহা কে জানে।।
হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে
একি শোভা!
অমৃতময় দেবতা সতত
বিরাজে এই মন্দিরে
এই সুধানিকেতনে।।