এই পৃথিবীর পরে
 কত ফুল ফোটে আর ঝরে০
 সে কথা কি কোনদিন
 কখনো কারো মনে পড়ে।।
তবুও তো ফোটে ফুল
 পাখি গান গায়।
 ভাবেনা তো কেউ তারে
 চায় কি না চায়।
 ফুলের প্রাণে পাখির গানে
 কত না আশা রয় অগোচরে।।
সারা নিশি জ্বলে কত
 দীপ নিভে যায়
 নিজেরে পোড়ায় ধূপ
 গন্ধ বিলায়।
দীপের কথা ধূপের ব্যথা।
 স্মরণ করো কোন অবসরে।।
