ঐ চোখ তুলেছে ঝড়
এই মনের নির্জনে
যেখানে যাও নিয়ে যাও
আমাকে বিজনে।

দৃষ্টির সীমানা ছেড়ে
হারিয়ো না পালিয়ো না।
পালিয়ে যেতে পারবে না
বিধির তিথি এই মনে।।

হৃদয়ের মাধুরী দিয়ে
সাজিয়েছি তোমাকে।
ভেঙ্গ না আমার এ মন
ব্যাথা দিও না অকারণে।।

Leave a Comment