তোরে রুনুঝুনু করে নুপুরের তালে মাতাবো,
আর আলতা রাঙা পায়ে তোরই উঠোনে হাটবো
কি হলো অবেলায় ?
কেন এলি বা তুই ?
যাসনে গো চলে !
হায় মরে যাবো!
আমার আজ তুই,
কাল তুই – দিবানিশি তুই ,
না জানা যাতনা আর
শয়নে শুধু তোকে ছুঁই।
বুঝিনা কি করে হায়
একেলা রই মন ঘরে,
আছিস ঋণী করে হায়
ইচ্ছে মতো তাই মন ডোরে।
ঘুরে যা বিকেলে,
আমি ঝিলপাড়ে থাকবো একেলা !
সাজাবো শাপলার ধার করে আনা লাল রং।
কি হলো অবেলায় ? কেন এলি বা তুই ?
যাসনে গো চলে হয় মরে যাবো!
আমার আজ তুই,
কাল তুই – দিবানিশি তুই ,
না জানা যাতনা আর
শয়নে শুধু তোকে ছুঁই।
বুঝিনা কি করে হায়
একেলা রই মন ঘরে,
আছিস ঋণী করে হায়
ইচ্ছে মতো তাই মন ডোরে।
মন দিয়ে দে,
আমি নিয়ে যাবো – আর দেবো না।
ভালোবাসা নে,
নিয়ে শেষ হবে না সুনয়না।
ভালোবাসা দে,
আমি বসে আছি।
প্রেম নিয়ে নে,
আমি আর কত সই !
কি হলো অবেলায় ?
কেন এলি বা তুই ?
যাসনে গো চলে !
হায় মরে যাবো!
আমার আজ তুই,
কাল তুই – দিবানিশি তুই ,
না জানা যাতনা আর
শয়নে শুধু তোকে ছুঁই।
বুঝিনা কি করে হায়
একেলা রই মন ঘরে,
আছিস ঋণী করে হায়
ইচ্ছে মতো তাই মন ডোরে। – [ ২ বার ]

Leave a Comment