গাঙ্গের ভিতর ভরা জোয়ার উথালপাতাল ঢেউ
একলা আমি বইসা আছি খবর নেই না কেউ
আসেনা দরদী মন একলা কাটে জীবন
আসেনা দরদী মন একলা কাটে জীবন
গাঙ্গের ভিতর ভরা জোয়ার উথালপাতাল ঢেউ
একলা আমি বইসা আছি খবর নেই না কেউ
আসেনা দরদী মন একলা কাটে জীবন
আসেনা দরদী মন একলা কাটে জীবন
সবার বন্ধু চিঠি লিখে
সবার বন্ধু চিঠি লিখে রঙ্গিলা খামে
আমার বন্ধু রইছে বুঝি অচেনা গ্রামে
হাই
সবার বন্ধু চিঠি লিখে রঙ্গিলা খামে
আমার বন্ধু রইছে বুঝি অচেনা গ্রামে
আমি চোখের জলে বুক বাসায়
কেনো বন্ধুর খবর নাই দেখা পাবো যে কখন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন
কবে পাবো তারই দেখা
কবে পাবো তারই দেখা যাই চলে ফাগুন
দেখেনা দেখেনা কেউ হাই মনেই আগুন
কবে পাবো তারই দেখা যাই চলে ফাগুন
দেখেনা দেখেনা কেউ হাই মনেই আগুন
আমি পথপানে চাইয়ারই কেউ না আমাই বলে শই
কেনো উদাস হয় এ মন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন
গাঙ্গের ভিতর ভরা জোয়ার উথালপাতাল ঢেউ
একলা আমি বইসা আছি খবর নেই না কেউ
আসেনা দরদী মন একলা কাটে জীবন
আসেনা দরদী মন একলা কাটে জীবন
গাঙ্গের ভিতর ভরা জোয়ার উথালপাতাল ঢেউ
একলা আমি বইসা আছি খবর নেই না কেউ
আসেনা দরদী মন একলা কাটে জীবন
আসেনা দরদী মন একলা কাটে জীবন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন
আসেনা দরদি মন একেলা কাটে জীবন

https://youtu.be/XaEZH1Aj4PY

Leave a Comment