তোমাদের আশীর্বাদের
এই শতদল মাথায় রাখি।
তোমাদের ভালবাসার
এই মনিহার বুকে রাখি
এই শতদল মাথায় রাখি।।

পরের মত আমায় যেন রেখো না তো দূরে
ডেকো নিও আপন করে মনের মন্দিরে
আমার পুজার অর্ঘ নিয়ে আমি
সেই আশাতে বসে থাকি
এই শতদল মাথায় রাখি।।

আমি তোমার বন্ধু আমায় ভুলে যেও না
শুকনো ফুলের মালার মত ফেলে দিও না।
আমার সুখের কনকচাঁপা তোমায় দেবো বলে সাজিয়ে রাখি
এই শতদল মাথায় রাখি।।

Leave a Comment