রাতের চোখে দেখো চেয়ে
জোছনার অভিপ্রায়ে
নেশাতুর মন আমার
খুঁজছে তোমায়

শুন্যতা বুকে নিয়ে
মৌনতা ভেংগে দিয়ে
একাকীনি মন আমার
ভাবছে তোমায়

এসো তবে অনুভবে
ভালবাসার উৎসবে
রূপালী মন মাতাল হবে বিমুগ্ধতায়

ভাবছো কি রাত জেগে জেগে
অচেনা কোনো বিকেল
কাঁপছে কি থরো থরো
খুব অজানায়

আঁকছো কি ফুল রঙ তুলিতে
মন উদাসী ক্ষন গুলিতে
…………বুক জুড়ে
ঝড় হয়ে যায়

এসো তবে অনুভবে
ভালবাসার উৎসবে
রূপালী মন মাতাল হবে বিমুগ্ধতায়

শুনছো কি সুর নীরবতায়
অজানা ডাকে হারাবার
বসছো কি নীল চেয়ারটাতে
ঝুল বারান্দায়
দেখছো কি বিমুর্ত ছায়া
অন্ধকারে অন্য কায়া
ভাবনা কি দূরদেশে
হারিয়ে যাবার

এসো তবে অনুভবে
ভালবাসার উৎসবে
রূপালী মন মাতাল হবে বিমুগ্ধতায়

Leave a Comment