সখী চলো না সখী চলো না
জলসা ঘরে এবার যাই।।

লালা নীল ঝাড়ের বাতি
হোক না এ রাতে সাথী
তারই মাঝে নিজেকে হারাই।

এঁকে নাউ কাজল চোখে
বেধে নাউ নূপুর পায়ে
লগ্ন যে যায় বয়ে যায়।।

তোমার ঐ নাচের তালে
প্রান মন উঠুক দুলে
আমি আজ তাই শুধু চাই।

দেয়ালের আয়নাগুলোয়
ফুটে উঠুক তোমার ছবি
চেয়ে চেয়ে দেখি তোমায়।।

Leave a Comment