আমি জানি না কেন আমাকে
ভিড়েতেও একা করে দিস
আমি জানি না কেন আমাকে
এতটা নিজেরই করেছিস
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে
মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে আজ তোর সাথে বারবার

থাকি একপাশে আমি আর একপাশে তুই
আমি তার থেকে আর বেশি চাই না কিছুই
থাকি একপাশে আমি আর একপাশে তুই
আমি তার থেকে আর বেশি চাই না কিছুই
তারাগুলো জ্বলেছে আবার

মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে খালি তোর সাথে
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে বারবার

আমার এই ঘরে তোকে রেখেছি লুকিয়ে
চাইনা সবই তোকে দিয়েছি বুঝিয়ে
কতটা দূরে যাবি পালিয়ে পালিয়ে
তোকে না পেলে আমি যাবো হারিয়ে
থাকি একপাশে আমি আর একপাশে তুই
আমি তার থেকে আর বেশি চাই না কিছুই
তারাগুলো জ্বলেছে আবার

মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে খালি তোর সাথে
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে বারবার
মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে খালি তোর সাথে
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে বারবার

 

One Reply to “মন ~ টোটাল দাদাগিরি”

Leave a Comment