অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে
অশ্রুজলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে

কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা, কেউ তো বোঝেনা

অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়
ওগো চাইছি আমি
তোমারই জয় যেন হয়

লিখে রাখা ভাবনাগুলো
খুঁজবে না আর ঠিকানা

কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা, কেউ তো বোঝেনা

ভেবেছি ফিরবো না আর
তোমাদেরই জলসাঘরে
যেখানে হৃদয় ভাঙার
প্রতিদিন গল্প পোড়ে

তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হব না

কী আগুন জ্বলছে বুকে
জানে না, কেউ তো জানে না
কী ব্যথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা, কেউ তো বোঝেনা

Song Credits

  • Song : Ovinoy
  • Singer : Noble Man
  • Tune & composition : Ahmmed Humayun
  • Lyrics :
  • Director : Shahrear Polock
  • DOP : Bishawjit Datta
  • Label : Soundtek

Leave a Comment