আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে
তুমি জানো কি তা।।
দেখবো কি করে তারে
নিরব অহংকারে আমার গহন মনে
সে যে গান হয়ে বাজে।
তুমি জানো কি তা।।
কেন তুমি কাছে এলে
এত আশা দিয়ে গেলে
কোথায় রেখেছি তারে
বুঝে তুমি বোঝে না যে।
তুমি জানো কি তা।।
Music Lyrics Collection
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে
তুমি জানো কি তা।।
দেখবো কি করে তারে
নিরব অহংকারে আমার গহন মনে
সে যে গান হয়ে বাজে।
তুমি জানো কি তা।।
কেন তুমি কাছে এলে
এত আশা দিয়ে গেলে
কোথায় রেখেছি তারে
বুঝে তুমি বোঝে না যে।
তুমি জানো কি তা।।