আমায় ভুলে যাওয়া সহজ নয়,
যেমন সহজ নয়
বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে
বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা,
কিংবা,
জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা,
আমাকে ছাড়া সবই –
চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম
কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম,
মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর
বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায়
দ্য গ্রেট রেড স্পট,
আমাকে ভুলে যাওয়া সহজ নয়
যত বেশি তুমি ভুলে যাবে
তত মনে হবে, মনে হয়,
এসব নিত্যনতুন অনুষ্ঠানে
জোরে গেয়ে ওঠা পরিচিত গানে
আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়,
আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো
ভুলে যাওয়া সোজা নয়।

আমার ফটোকপি কটা শিট,
আমার বাসের লাস্ট সিট,
আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাঁচ,
সায়ানোফাইটিক ইট।

আমার চিনি দেওয়া চা,
আমার ফোনে যান্ত্রিক মা,
আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত,
মুখে হাসি বুকে ঘা।

আমার অমনোযোগী ক্লাসরুম,
আমার মগজে নষ্ট ধুম,
আমার বাহিরে যুদ্ধ ভিতরে হিটলার,
লাসের মোড়কে ঘুম।

আমার প্রেমে ডুবে থাকা নারী,
আমার বুমেরাং আহাজারি,
আমার ফেলে আসা তাজা কাজলের চোখ,
কবিতার মহামারী।
আমার বর্ষার ভাঙ্গা ছাতা,
আমার পেজ শেষ হওয়া খাতা,
আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া,
শিমুলের ঝরাপাতা।

আমার সাধুর আসরে গান,
আমার জোড়াতালি দেয়া প্রাণ,
আমার  রাজপথে ভাঙ্গা স্লোগানের স্বর,
মিছিলের অভিযান।

আমার কলমের কালি শেষ,
আমার স্বজাতি আমার দেশ,
আমার বুদ্ধিজীবিতা ভাঙ্গা রেকর্ডার অস্থির জম্পেশ।

আমার পিংক ফ্লয়েডের সলো,
আমার মেঘদল ও খুব ভালো,
আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন সব হাসিমুখে ছিল।

আমার ধুলোবালি জামা বই,
আমার বন্ধুরা সব কই,
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর,
রাতের আড়ালে রই।

আমার ধুলোবালি জামা বই,
আমার বন্ধুরা সব কই,
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর,
রাতের আড়ালে রই।

Leave a Comment