আমি দুঃখ কে সুখ ভেবে বইতে পারি
 যদি তুমি পাশে থাকো
 দৈন্য কে হাসি মুখে সইতে পারি
 যদি তুমি পাশে থাকো ।।
একটু বাতাস যদি হয়ে যায় ঝড়
 সেই ঝড়ে ভেঙ্গে যায় যদি বাঁধা ঘর
 আবার নতুন করে বাঁধতে পারি
 যদি তুমি পাশে থাকো ।।
না হয় হলোনা দেখা ফুলেদের সাজ
 না হয় হলোনা শোনা পাখির আওয়াজ
 সব কিছু ভাল আজ লাগতে পারে
 যদি তুমি পাশে থাকো ।।
