আমি নদীর মত কত পথ ঘুরে
 তোমার জীবনে এসেছি
 আমি সাগরের মত গভীর হয়ে
 তোমায় যে ভালবেসেছি, ভালবেসেছি।।
তুমি তো জানো না আমি
 কতবার বেধেছি আমার মন ***
 শোনাতে তোমায় কন্ঠ আমার
 কত যে গোপনে সেধেছি।।
আমি কুসুমের মত
 নিজেরে করেছি রচনা
 তোমারে নিয়ে যে কত স্বপ্ন
 কত যে স্বপ্ন জান না।।
কলির মত নিজেরে রাঙ্গায়ে
 মনের যত না স্বপ্ন সাজায়ে
 নয়নে নয়নে চেয়ে চেয়ে আমি
 ফুলের মত হেসেছি।।
