এ মালিক-ঈ- জাহান
 এ মালিক-ঈ- জাহান আমি বড় অসহায়
 আজ দুফোঁটা পানির তরে বুখ ফেটে যায়।।
তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছ
 সেই আগুনেরে ফুল বানিয়ে তুমি নিয়েছ।
তুমি ফেরাউনকে ডুবাইলে। নীল দরিয়ায়
 ঐ মুসা নবী বেঁচে গেল তোমারই লীলায়
সেই কুদরতেরই শান দেখাও তুমি যে আমায়।।
ইউনুসকে মাছের পেটে দিলে পাঠিয়ে
 সেই কুদরতেরই গুনে তারে দিলে বাঁচিয়ে।
সে নামেরই বরকতে খোদা। এই দুনিয়ায়
 কত পাপি তাপি গুনাহগার পাড় হয়ে যায় 
এই রহমতের এক বিন্দু দাও না যে আমার।।
