কার ছবি নেই
কেউ কি ছিলো
এই ভেবে ডুবে গেছে রাত
প্রশ্নেও নেই উত্তরে নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
নেই কাছে নেই
গল্প তোমার
চমকে উঠে
ডাকে আয় কাছে আয়
চাঁদনী গেছে দূরের আঙ্গিনায়
কার ঘরে চাঁদ জেগে রয়
নাম শুধু নাম জ্বলে অবিরাম
এইখানে আমিও ছিলাম
বলেছ বারণ বলেছ বিদায়
স্বপ্ন বাড়ায় তবু
হাত ডাকে আয়
আয়না ভাঙে সে স্বপ্ন ভাঙে
কার ঘরে ভেঙে পরে ঘুম
গল্প ভাঙে তবু গল্প জমে
এই চোখে রাত্রি নিঝুম
একলা এ ঘর একলা প্রহর
থমকে দাঁড়ায়
কুয়াশায় কুয়াশায়