কিছু মানুষ রাত জাগে..
খুব দুরে তার ঘর ভাঙে
হৃদয় বীণায় টান লাগে
ভালবাসে কে আগে..
কঠিন কথাও নরম সুর
ভাবনা সেতো অনেক দুর
ভাবতে গেলে খুব লাগে
ভালবাসে কে আগে..
চাঁদ ডুবে যাও খুব বেগে
চাঁদ মামাতে ঘুম লাগে
চাঁদ মেঘে ঝগড়া হয়
ভালবাসে কে আগে..
কিছু মানুষ রাত জাগে..
খুব দুরে তার ঘর ভাঙে
হৃদয় বীণায় টান লাগে
ভালবাসে কে আগে..