গেলো পশুর মতন সারা জনম
যা মনে লয় তাই করি।
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

অন্তর বোঝাই লোভ লালসা
দয়া মায়া কিছুই নাই
ওরে ছলে বলে কল কৌশলে
পরের মাইয়া ঘরে পাই
করি তার সতিত্ব হরন
হইয়া পশুরই মতন
আমি দিয়া পীর আলি বচন
ওলি আল্লার জাত মারি।
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।।

ওরে চেনা জানা ভন্ড আমি
সব লোকে জানে শয়তান
ধোকা বাজি ফটকা বাজি
পীর ধরেছি সাত আট খান
দিয়া গুন্ডামি চালান
হইছি কতই অপমান
ভুলে ডাকে বাজান বাজান
তার পরে জুতার বাড়ি
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

আমার যতো ভক্তবৃন্দ
কোনো সালায় ভালানা
ওরে গরু ছাগল চুরি কইরা
সাইজা বইছে মাওলানা
ওরে ভন্ড পীর আলি
আমার মাল গুদাম খালি
জীবন গেলো তালিবালি
কয়দিন চলে ঝাঁক মারি
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

বাতের বেরাম নাইরে আরাম
তার ওপরে হাপানি
ওরে ক্যাপসুল বড়ি খাইতে খাইতে
শরীরে নামছে পানি
এখন ঘনো বহে শ্বাস
এই দেহের নাই বিশ্বাস
আমার দিনে দিনে দেহ বিনাস
কয় দিন চলে ঝাঁক মারি।
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

মাতাল রাজ্জাকে কয় তেল ফুরাইছে
নিবা যাইতে চায় বাতি
ওরে জমকরা গলে পড়া
ভাবছে রশিদ বয়াতি
তর সামনে যে কয়দিন
বড়ই কঠিন
আজ মরিলে কালকে দুইদিন
থাকবিরে বেটকি ধরি
কালের চাকার তালে তালে ফাল পাড়ি।।

Leave a Comment