সবার মনে কিছু থাকে ভরসা ব্যাথা সহ হতাশা
নিয়ে নাচে দুঃখী সুরে জীবনটা এক তামাশা
দুঃখী তুমি দুঃখী আমি
তাহাতে জীবনে কী ক্ষতি?
রবে জীবন তারই মতো
কিছু না নিয়ে উপায় কী?
দরজা জানালা বন্ধ সব কিছু
বাসি পচা গন্ধ।
তবু ফুল ভেবে সব বাগানে
ভ্রমর সেজে আছি এটে
ভালোলাগা অনুভূতি সে কোথায়
রোমিওরা গেছে দূর ঠিকানায়
ভুল না বুঝে দোষ না দিয়ে
ফিরে এসো আপন মনে।

সবার মনে কিছু থাকে ভরসা ব্যাথাসহ হতাশা
নিয়ে নাচে দুঃখী সূরে জীবনটা এক তামাশা।
দুঃখী তুমি দুঃখী আমি তাহাতে জীবনে কী ক্ষতি
রবে জীবন তারই মত কিছুনা নিয়ে উপায় কি?
সবার মনে…

https://www.youtube.com/watch?v=sdXmRd8_CNU

Leave a Comment