গাছে আইলো নয়া ফুল
কইন্যার মুখে তিন কবুল
পাড়া পড়শি, জোয়ান বুড়া

বিয়ার নাচে হয় আকুল

সখি তোরা কই গেলি
শেষ হইয়া যায় জলকেলি
সারা অঙ্গ ভিজাইয়া চল

মনে খুশির দ্বার খুলি

কইন্যা সাজে রঙিন সাজ
জামাই মিয়ার মুখে লাজ
দুইটা ফুলের বাসর হইবো
কইছে প্রেমের কবিরাজ

Leave a Comment