দুঃখ আমার পারিনি এখনো তোমাকে বোঝাতে
 তোমার আশায় সবই আমার চেয়েছি হারাতে।।
যতবার দেখি তোমাকে সমুখে
 বাসনার পাখি কেঁদে উঠে বুকে।
 ব্যাথায় ভরা কথা আমার
 বলেছি তোমাকে ইশারাতে।।
চলে গেছ তুমি অজানা সুদূরে
 স্মৃতি শুধু আজ শিখা হয়ে পুড়ে।
 তবু আমি জেগে থাকি নিরব নিঠুর এই রাতে।।
