নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল
কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুজেঁ তল..
নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল
কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুজেঁ তল ।
তুমি যাবে কি ময়ূরাক্ষীতে
হাতে হাত রেখে জলে নাওয়া..
যে ভালোবাসার রং জ্বলে গেছে
সেই রংটুকু খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়..
নদীর জলে ভালোবাসা খোজার কোন অর্থ কি হয়।
কণ্যা আমার কথা শোনো
নদীর প্রান্তরে বন জংগলে..ভালোবাসা নেই কোন ।
ভালোবাসা থাকে চোখের মাঝে
চোখে চোখে শুধু চাওয়া..
তাই চোখের জলে তোমার আমার
ভালোবাসা খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়..
নদীর জলে ভালোবাসা খোজাঁর কোন অর্থ কি হয়।