ও ও ও ও ও ও ও ও ও ও
সময়ের হাতে হাত রেখে
পালিয়ে কোলাহল থেকে
দেখব আমি কেমন লাগে জীবন
যাবে কি কেউ আমার সাথে
দেখ যেন পিছুটান না থাকে
ভাংতে হবে মায়ার সকল বাঁধন
বল কেমন এ খেলা
এই আমার
নিজেকে নিয়ে………….।।

নিয়তির কাছে নিজেকে সপে
চলব না পথ মেপে মেপে
মুক্ত আমি যেন সাগরের গাংচিল
রাত্রি হবে আমার প্রেয়সী
নক্ষত্রেরা অস্রুরাশি
চাঁদ যেন তার শুভ্র হাসি অনাবিল

বল কেমন এ খেলা
এই আমার
নিজেকে নিয়ে………….।।

নিঃশ্বাস নিব মুক্ত বাতাসে
ভালবাসব পুর্ণবিশ্বাসে
কেটে যাবে অনায়েসে
বাকি জীবন অবশেষে
ক্ষতি কি যদি ফিরে না আসি
যদি হই গৃহত্যাগী সন্যাসী
জীবন তো কখনো রইবে নাহ থেমে………

বেদনা সবই লুকিয়ে রেখে
ভেবনা তুমি আছ সুখে
এসোনা চলে আমার এই নির্বাসনে..

বল কেমন এ খেলা
এই আমার
নিজেকে নিয়ে…..

Leave a Comment