বাঁকা চোখে বলো না
বাঁকা চোখে বলো না
কথা বলো চোখে চোখ রেখে
বাঁকা চোখে বলো না
মনের চেহারা দেখতে দাও না
বাঁকা চোখে বলো না
চোখ হল সেই আয়না
যাকে ঠকানো কখনো যায় না।
কী যে আসল, কী যে নকল।
বুঝব তোমার চোখ দেখে।।
কিছুদিন থেকে গেছি কাছে
কত সুখে মন ভরে আছে
স্মৃতি তার মণিমালা হয়ে
এ জীবনে জানি যাবে রয়ে
চাও যদি সবি অবসান
আমি করব না কোন অভিমান।
যাব আমি চলে সব কিছু ভুলে
কোনই বাঁধন না রেখে।।
হারানো স্মৃতি হারানো প্রেম যেগে উঠে থমকে দাঁড়াই