বাদশারে বাদশা
ও রসিক বন্ধুয়া
তুই আমার জানেরই জান
তরে ছাড়া আমার বাঁচে না প্রান।।
ও ও ও……
ভোলা ভালা চিকন কালা
তুই বড় নিঃদয়া রে
প্রেম নিয়া জ্বালা দিয়া
কোন দোষে যাবি ছেড়ে
মনের সিংহাসন তুই যে রাজা।
তোরে লাগিয়া করে আনচান।।
ও ও ও……
পীড়িত রতন পীড়িত যতন
এ কথা যে বোঝে না
কপাল গুনে তারই সনে
হইল যে লেনাদেনা
মাথার কিরা লাগে যাসনে সখা।
অকালে নিয়া মোর জাত কূল মান।।