(আহ ছাড়ো না, )
 ও ও লক্ষীটি দোহায় তোমার আঁচল টেনে ধরো না।।
 লোকে দেখে বলবে কী
 দুষ্টুমি আর করো না।।
যদি আমায় পেতে চাও
 তবে এখন যেতে দাও।
ও ও এমন করে বোকার মত
 প্রেমের জ্বালায় মরো না
 লোকে দেখে বলবে কী
 দুষ্টুমি আর করো না
তুমি কী যে করো ছাই
 আমি লাজে মরে যাই।
ও ও পাগল হয়ে আমায় তুমি
 কলংকে আর ভরো না
 লোকে দেখে বলবে কী
 দুষ্টুমি আর করো না
করো না লক্ষীটি আঁচল টেনে ধরো না
 লোকে দেখে বলবে কী
 দুষ্টুমি আর করো না
