সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই
 সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই
 সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই
(- আরে কার সাথে সম্পর্ক নাই
 – তার সাথে
 – কার সাথে
 – মামার শালা পিসার ভাই)
মামার শালা পিসার ভাই
 তার সাথে কোন সম্পর্ক নাই।
 সে আমার কেউ নয় তার আমি কেউ নই
 আমার জীবন তাই থেকেও নাই (হুর…)।।
ও সে সর্বনাশা রূপবতী (হায় হায় হায়)
 যেন নদীর মত মতিগতি (হায় হায় হায়)
 যদি একবার পড় ফাঁদে (হায় হায় হায়)
 থাকবে না কেউ দিতে বাতি (হায় হায় হায়)
 জানি কত ধানে হয় কত চাল
 তবু হয়ে গেছি আমি বেহাল
 সে কোন কথায় দেয় না রে কান
 তারে মিষ্টি মুখে মিষ্টি পান
পরাণটারে ভাইঙ্গা দিয়া
 আমার বাড়া ভাতে দিল ছাই।।
বাঁশ থেকে তো হয় গো বাঁশী (হায় হায় হায়)
 যদি বাজায় কেহ ভাল বাশী (হায় হায় হায়)
 নয়ত হবে বাঁশের বন (হায় হায় হায়)
 ঐ ভালবাসার বৃন্দাবন (হায় হায় হায়)
 ভাবের মত (ওরি বাবা) ভাব যদি হয় (বাবারে বাবা)
 তুলসি পাতায় (হায় হায়) ঘর বাধা যায়
নেমে ভরাডুবির প্রেম যমুনায়
 মনের ঘটি বোতল ডুবলো না তায়
 পীড়িতের হাটু জলে হাবুডুবু
 খাইয়া গেল জাহান ভাই।।
