সাদা কাগজটার মূল্য কী আছে
যদি তাতে কিছু লেখা না থাকে।

ভীরু হৃদয়টার মূল্য কী আছে
যদি কিছু ভালবাসা না থাকে।।

গোলাপ সবাই ভালবাসে
তাতে গন্ধ আছে বলে
ফাগুন বড় মধুময়
সুর ছন্দ আছে বলে

ঐ ঝিনুকটার মূল্য কী আছে।
যদি বুকে তার মুক্তো না থাকে।।

রূপের সাগর ভাল লাগে
হিরা পান্না আছে বলে
জীবন এত সুধাময়
হাসি কান্না আছে বলে

ঐ আকাশটার মূল্য কী আছে।
যদি তাতে কিছু মেঘ না থাকে।।

Leave a Comment