কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে
কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা
যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা
এর চেয়ে মরাই ভাল দেশ ছেড়ে যাওয়াই ভাল
কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে?
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে?
যদি না পারো সত্য কথা উচ্চসরে না বলিতে?
কি হবে যুবক নামে বোঝা হয়ে এ ধরাতে?
যেখানে ধর্ষিত হয় মা বোন দিনে রাতে
কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে
রাজপথ গরম দেখে যদি থাক ঘরে শুয়ে?
এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে
দিয়ে দাও অভিনয় জীবনটাকে
কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া?
সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে?
যদি ঐ খোদার কুরান নর্দামাতে থাকে পরে
মসজিদের কোনে বসে জিকির যত কর কষে
এভাবে যাইনা পাওয়া আল্লাহকে
কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই ধরাতে?
যদি যাই ক্ষমতাটাকে ঘুরে ফিরে নারীর হাতে
কি হবে কাতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে?
যদি সেই কুরান হাদিস নিষিদ্ধ হয় আদালতে
কবি :-বিদ্রহি কবি আইনুদ্দিন আল আজাদ

Leave a Comment