তুই আর একটু
আনমনে থাক
উড়ে যাক তোর
কবিতা মাখা চুল
এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায় বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে
মিছিল করে যায়
আমি অলস তাই
পিছে পড়ে রই
দিশেহারা তুই আর
আমি মিলে দুই
আমার নীলাকাশ ছিড়ে
উড়ে গেলি তুই
আমার বোকা অভিমান
তাসে হেরে যাওয়া দান
তোর পুরনো কাগজে
আমি মাথা গুজে শুই
দীর্ঘ তেপান্তরে
বাঁধ ভেঙে যায়
কোনো এক আকাশ
শুধু তোকে পেতে চায়
তোর প্রেমে বুঁদ হয়ে
এতো আয়োজন
মন খারাপের রাতে
তোকে প্রয়োজন
তাই এতো আয়োজন
দিশেহারা তুই আর
আমি মিলে দুই
আমার নীলাকাশ ছিড়ে
উড়ে গেলি তুই
তুই আর একটু
আনমনে থাক
উড়ে যাক তোর
কবিতা মাখা চুল
এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায় বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে
মিছিল করে যায়
আমি অলস তাই
পিছে পড়ে রই
দিশেহারা তুই আর
আমি মিলে দুই
আমার নীলাকাশ ছিড়ে
উড়ে গেলি তুই
আমার বোকা অভিমান
তাসে হেরে যাওয়া দান
তোর পুরনো কাগজে
আমি মাথা গুজে শুই
Song Details:
Song: Dishehara Tui
Artist: Shuvro

Leave a Comment