সেই কবে তোমায় ভেবে
ছোট্ট কিছু কথা দিয়ে
নকশী কাঁথা বুনে ছিলাম
কবিতায় রাঙিয়ে
বিবর্ণ হয়ে গেছে
আবর্তিত ব্যথা
কি যে দুঃসহ
এ মন পুড়িয়ে দিয়ে
ফিরে ফিরে আসে
ভাবে নির্মোহ
ভেঙে ভেঙে যায় এ প্রান্তে
বিবর্ণ হয়ে গেছে
অনুভবে রয়েছ
ভাঙা এই হৃদয়ে
ফিরিয়ে নিতে চাই নিজেকে
নিজস্ব আঙিনায়
একান্তে নিরবে
জানি এ সময় ফুরাবে